নববর্ষের সোনালী প্রভাতে
মানবতার সূর্য  কি আবার উঁকি দেবে,
পৃথিবী গ্রহ কি আবার অভিস্নাত হবে
সম্প্রীতির নির্মল নির্ঝরে!


বেদনা ঘুচায়ে অশ্রু মুছায়ে...
রক্ত-রঞ্জিত মানবতা কি আবার
অভিষিক্ত হবে ধূলির এ ধরায়
বুদ্ধি বোধির অরুণালোকে!


না কি আবার সেই একই ইতিকথা...
চতুর্দিকে চরম নারকীয় যন্ত্রণায়
লক্ষ মানুষের বক্ষভেদী আর্তনাদে
বিদীর্ণ হবে দিগ্বিদিক।


সভতার গর্বদৃপ্ত সমাজ পটে
বিরাট এক প্রশ্ন চিহ্ন এঁকে দিয়ে
অসহায় নিরন্ন নিরাশ্রয় মানুষ
কাতারে কাতারে মরবে, শুধু মরবে।


বুলেটপ্রুফ জ্যাকেট পরে আমরা
কুম্ভীরাশ্রুতে শোক সভা করব
লেখালেখি করব, হাতাহাতি করব
করব না শুধু মনুষ্যত্ত্বের উদ্বোধন।


দাঁড়াও পথিক! চলেছো কোথায়
সামনে পেছনে বাঁয়ে ডাইনে
মৃত্যুর সহস্র কৃষ্ণ-গহ্বর...
পলকে তলিয়ে যাবে তলাতলে।


ঘুরে দাঁড়াও এখনই, এই মুহূর্তে
মুষ্টিবদ্ধ হাতে বজ্রপ্রত্যয়ে বল
মানুষ মানুষ--ভাই ভাই
নোতুন পৃথিবী আমরা গড়বই।