কে গো তুমি পথপাশে সর্বহারা
দুঃখে বহাও আজ অশ্রুধারা?


অন্ন নাই, বস্ত্র নাই, নাই যে আশ্রয়
ভীত ত্রস্ত অভিশপ্ত, সঙ্গে শঙ্কা ভয়।


মানুষ কি মানুষে নাই সমাজে সমাজ
কেন এত ব্যথাভার নাহি লোকলাজ!


রক্তস্নাত মানবতা বিকৃত সংষ্কৃতি
সভ্যতার অগ্রগতি হবে কি গো ইতি!


ওঠো জাগো, ভাঙ্গো ঘুম, খোলো বদ্ধ দ্বার
নিজেকে প্রস্তুত করো, সময় নাই আর।


জাগৃতির গান গাও, গাও প্রীতি-গীতি
মুক্ত কর বদ্ধ বুদ্ধি বাড়াও সম্প্রীতি।


জয় হবে, জয় হবে, জয় হবে, হবে জয়
সত্যপথে, অগ্নিরথে, চল হে দুর্জয়।