শৌচ


শুচিশুদ্ধ পরিবেশ নির্মল তনুমন
অন্তর বাহির শুদ্ধ শৌচের লক্ষণ।


আহার-বিহার শুদ্ধ, শুদ্ধ আচরণ
মন শুদ্ধ কর, করে সাধন ভজন।


সন্তোষ


যখন যা পাই আমি নিজ সাধ্য গুণে
তখন তা গ্রহণ করি আনন্দিত মনে।


বাসনা নাই যে মোর, নাই লোভ ক্ষোভ
তৃপ্ত থাকি সর্বদাই নাই যে আভোগ।