ধর্ম মানে যা ধারণ করে
           ধর্ম মানে যা ধরি
ধর্ম  মানে  গুণধর্ম
            যা থাকে আবরি।


অগ্নির ধর্ম দহন করা
         জলের ধর্ম প্লবতা
চোরের ধর্ম চুরি করা
        সাধুর ধর্ম সাধুতা।


যুক্তি বলে সব মানুষের
          একই স্বভাব ধর্ম
একই রক্ত মেদে গড়া
          একই সবার মর্ম।


তবে কেন মানুষে মানুষে
          বিভেদ গড়ে তুলি
প্রেম প্রীতি ভালোবাসা  
             দিয়ে জলাঞ্জলি।


ধর্মের যা সার কথা
        বুঝতে হবে আজ
চিনতে হবে ধর্মে অন্ধ
          অধার্মিকের সাজ।