তপঃ


তপঃ মানে কৃচ্ছ্রসাধন
             দুখঃ কষ্ট বরণ
অভীষ্ট পথে চলতে চলতে
           করা লক্ষ্যসাধন।


ছাত্রদের তপঃ অধ্যয়ণ
            কর্ষকদের কৃষি
ব্রহ্মলাভে তপস্যা করেন
          যতেক মুনি ঋষি।


**************


স্বাধ্যায়


স্বাধ্যায় মানে অর্থ বুঝে
              গ্রন্থপাঠ রোজ
বিবেক বোধ জাগিয়ে তুলে
             ঈশ্বরের খোঁজ।


অক্ষর জ্নান নাই যার
              তার কী উপায়
সৎ সঙ্গে শুনে শুনে
           করবে সে স্বাধ্যায়।


*********************
ঈশ্বর প্রণিধান


উজ্জ্বল বিন্দুতে এক
       বেঁধে রেখে মন
ঈশ্বরের ঐশ্বর্য তুমি
          কর হে মনন।
এক মনে এক প্রাণে
         ভাব তাঁর কথা
ঈশ্বর প্রণিধানে সুপ্ত
       আছে এ বারতা।


*********************