নমস্কার


কর দুটি করো জোড়
          ত্রিকুটিতে নাও
তার পর ধীর লয়ে
         বুকেতে নামাও।


মুখে বল নমস্কার
      মনে নম্রভাব
ছোট বড় সবার সঙ্গে
      বাড়াবে সদ্ভাব।


ত্রিকুটি মনের স্থান
        বুকেতে হৃদয়
মন ও অন্তর দিয়ে
       কর হে প্রণয়।


যারে কর নমস্কার
      সে নয় নর দেহ
নররূপে নারায়াণ
      ব্রহ্মের সে গেহ।


ঈশ্বরজ্নানে তারে তুমি
           কর নমস্কার
  প্রত্যাশা নাহি করি
          প্রতি নমস্কার।