কী হলো কে জানে আজ কেন কাজে
মন নাহি বসে কোন মতে
তার মোহন মূরতি প্রীতির প্রতীতি
সদা ভেসে ওঠে চিত্তেতে।


কেন তার তরে আঁখি ঝরে আজ
কেন তার ভাবে মন উন্মন
মন-যমুনায় উত্তাল ঢেউ
কাঁদে প্রাণ পেতে তার দরশন।


ভুলে কি গেল সে অতীতের কথা
কত লীলাখেলা জলকেলি
অনিদ্র রাতে প্রীতির বারতা
চেয়ে মুখোমুখি নিদ ভুলি।


নত মন-নীপে প্রণতি জানাই
শত শতদলে সাজাই বাসর
আর দেরি নয় এসো চিতচোর
এসো মনে বসো ওগো মনোহর।