শান্তি খোঁজ, কোথায় যাও
          বাইরে যে তা নেই
শান্ত হয়ে ভেবে দেখ
            পাবে  অন্তরেই।


তীর্থে তীর্থে বৃথা ঘোর
             কর পণ্ডশ্রম
হৃদয় ভরে খোঁজ তারে
      ঘুচাও নিজের ভ্রম।


সর্বভূমে আছেন তিনি
        সর্বজনের মাঝে
সর্বকাজে সর্বকালে
   তাঁকেই তো মন খোঁজে।


বন্ধ কর বাইরের চোখ
    ভেতরের চোখ খোলো
দেখবে তিনি বসে আছেন
        হৃদয় করে আলো।