প্রেম প্রেম প্রেম বলে পাগল সংসার
আসল প্রেম ক'জন বুঝি বুঝে ওঠা ভার।


কাম ও প্রেম এক নয় বিস্তর ব্যবধান
দেহ-সুখ তরে কাম প্রেমে ভগবান।


দেহে দেহ চায় কাম ইন্দ্রিয়ের তৃপ্তি
প্রেম পূর্ণ ভালোবাসা ঈশ্বরে অনুরক্তি।


কামে কাম বৃদ্ধি হয় বুদ্ধি হয় লয়
প্রেমে বাড়ে ভক্তিরস বোধির উদয়।


কামে প্রেমে সামঞ্জস্য করিয়া বিধান
এ জগতে মহানন্দে থাকেন বুদ্ধিমান।