প্রেমের অমৃতকুম্ভে জীবন-তৃষা
মেটাতে চেয়েছিলুম
কামের অগ্নিকুণ্ডে তুমি আমাকে
পুড়িয়ে মারলে।


দেহাতীত সুখের ভুবনে ডানা
মেলতে চেয়েছিলুম
দেহসুখের কাঁটায় কাঁটায় আমাকে
তুমি বিদ্ধ করলে।


জ্ঞানের অঞ্জনে অন্তর্চক্ষু
খুলতে চেয়েছিলুম
মায়াকাজল পরিয়ে আমাকে
তুমি অন্ধ করলে।


বললে,
"আমাকে চেনাবো বলেই তো
নিছক এত আয়োজন
দুঃখ বিনা সুখের মর্ম
বোঝেই বা কত জন।"