ফুল-ফল নদী জল
নীলাকাশ শতদল
দেখি যাহা চলাচল
          সব তুমি, তুমি সবই
কেকা, কর, অজগর
লতা পাতা এ ভূধর
এ ভুবন চরাচর
          সবই তব ছায়াছবি।


পাপী তাপী সুধীজন
মূর্খ জ্ঞানী অভাজন
তব সৃষ্ট এ নন্দন
         সবে রাজো তুমি রাজো
নয়নে ও অনয়নে
যাহা দেখি ত্রিভুবনে
রয়েছো যে সংগোপনে
        বুঝিয়া না বুঝি আজো।