সে দেশে ছবি নেই ছায়া নেই
রঙ নেই রূপ নেই
নেই শব্দের তরঙ্গ-দৈর্ঘ্য
অথবা স্পর্শানুভূতি
মহাশূন্যের মাঝে শুধু
অপূর্ব এক আনন্দস্থিতি।


সেখানে বিচ্ছেদ নেই বিরহ নেই
বিবেক নেই বৈরাগ্য নেই
চাওয়া পাওয়ার অঙ্ক ভুলে
সে দেশে শুধু অখণ্ড জ্যোতি
অনন্ত উজ্জ্বল প্রখর দীপ্তি।


জীবনের যত কাজ যত সাধ
সনিষ্ঠ যত ব্রত করি অবিরত
ত্যাগ-তিতিক্ষা ক্লিষ্ট  ইষ্টসাধনা
যাত্রা শেষে অবশেষে
দিনান্তে সেই দেশে মেশে।