গদ্যেও গান আছে
যদি কান পেতে শোন
আঁধারেও আলো আছে
যদি চোখ বুজতে জানো।


কষ্টেও আনন্দ আছে
নির্মমতায় মমতা
ছন্নছাড়ারও ছন্দ আছে
অক্ষমতার ক্ষমতা।


নৈঃশব্দেও শব্দ আছে
আছে শব্দ ব্রহ্ম
নীরবতায় ডুবতে জানলে
জেনে আপন ধর্ম।