ভূগর্ভে স্বর্ণ থাকে
ঘাম ঝরিয়ে তুলতে হয়
মাতৃগর্ভের সন্তান
অনেক কষ্টে ভূমিষ্ট হয়।


প্রাপ্তি পরিশ্রমের পরিণতি
সাফল্য চেষ্টার ফলশ্রুতি।


সর্বশ্রেষ্ঠ সমুজ্জ্বল যে রত্ন
"নিহিত গুহায়াম্"
তাকে লাভ করতে হলে চাই
তপস্যা অবিরাম।