তুমি আছো বলেই
শারদ আকাশে সুধা ঝরে
কোকিল-কণ্ঠে পীযূষ ভ'রে।
স্নিগ্ধ-শীতল দখিনা মলয়
মালতি সুবাসে উল্লাসে বয়।


তুমি আছো বলেই  যত পুলক,
যত হাসি যত আনন্দ রাশি রাশি
তোমাকে ঘিরেই মোর যত আশা
যা কিছু শেখা ভালোবাসার ভাষা।


তুমি আছো মোর নয়নমণি ছেয়ে
দিনে রাতে স্বপ্নে-জাগরণে
আহারে-বিহারে প্রতি ক্ষণে
সতত থাকি আমি তোমাকেই চেয়ে।