তুমি চাও তাই
শব্দে কবি ছবি আঁকে
ভোরের অরুণ
রাতের শেষে আলো মাখে
ফুল ফোটে গো শাখে শাখে।


সরিতার জল
ছন্দে ছন্দে নেচে চলে
উপল চিরে
ঝর্ণা চলে বুক ফুলিয়ে
কাদম্বরী কাঁদে ফুঁপিয়ে।


অবলীলায়
মূক ও বধির কথা বলে
চিতাগ্নিতে
এক নিমেষে অনায়াসে
শবদেহেও প্রাণ আসে।


তুমি চাইলেই
"না" হয় "হয়", "হয়" হয় "না"
কৃপার কণায়
দুঃখ শেষে সুখ যে আসে
শেষ হয়ে যায় সব কান্না।