এসেছে সে আজ এসেছে
কলির তারক এসেছে
মনের দোলায় দোল দিয়ে সে যে
ধূলির ধরায় নেমেছে।


শোন শোন তার উদাত্ত ডাক
এসো ছুটে কিছু থাক নাই থাক
চলো সবে মিলে যোগ দিই তার
বিশাল কর্মশালায়
নোতুন উদ্দীপনায়।


বিশ্ববীণায় ভৈরব রাগে
মুক্তিমন্ত্রে সবাই যে জাগে
অলসতা মেখে তন্দ্রালু চোখে
আর শুয়ে থাকা চলে
চল যোগ দিই দলে দলে।


কলির কষ্ট যত যন্ত্রণা
দানব দলের যত মন্ত্রণা
শোষক দলের শত লাঞ্ছনা
তিলে তিলে হবে লয়
সত্যের হবে জয়।


আমি শুনেছি তাহার গীতি
অমোঘ প্রীতির দ্যুতি
নব ভাবনায় নব চেতনায়
মানবতা আজ জাগে
তুমি, এসো নবারুণ রাগে।