চলা পথে সবাই চলে
বলা কথা সবাই বলে
নোতুন পথ যে গড়ে দেয়
সে-ই তো বরণীয়
যুগে যুগে দেশে দেশে
সে-ই সবার প্রিয়।


চলার পথে ভালো-মন্দ
দুইয়ের দেখা মেলে
সুধী সুজন ভালোই নেয়
মন্দ দূরে ঠেলে।


সূর্য কি আর মেঘের আড়ে
থাকে বেশীক্ষণ
ভালোকেও যায় না দেওয়া
মিথ্যা আভরণ।


ভালো পথে চললে শেষে
আলোর দেখা মেলে
হোক না তা কাঁটায় ভরা
এগোও মাথা তুলে।