বিশাল বিশাল হেলে থাকা বালির স্তুপ,
আর তাকিয়ে থাকি তারি ফাঁকে ফাঁকে।
হু হু করে বয়ছে কুন্ডলিত বাতাস,
চালিত করছে বালি কনা পরস্পরের হাতে হাতে।


এই প্রখর রদ্দুরের শুষ্ক মরুভূমিতে
কি ভয়াবহ দৃশ্য ফুটেছে চারিপাশে।


একটু পলক তুলে দেখি----
হঠাৎ সম্মুখে এল কতগুলি প্রাণ,
ফু দিয়ে উড়িয়ে দিল বালু উষ্ণ নিঃশ্বাসে।


একটু কান পেতে শুনি,
তারা যেন কিছু বলতে চায় আমাকে।
তীক্ষ্ণ চিৎকারে জানান দিল--


বালু সাম্রাজ্যের বালুক রাজা
শক্ত করে বেঁধেছে মোদের উষ্ণ হাতে,
নিজ দাপটে চলবে সমস্ত কার্য;
জীবন হবে লড়াই মুখী,হবেনা দুধে-ভাতে।


আমরা নগ্ন, হিংস্র ও উন্মত্ত
ছুঁড়ে ফেলেছি ভূত্বকের সবুজ আবরনকে;
মিশিয়ে দিয়েছি বিষের তিক্ত ফেনা আর
পান করেছি সূর্যের গাঢ় রক্তিম বিকিরণকে।


খেয়ে ফেলি পরস্পরের হৃদয় চেটেপুটে-
বিনিময় করি এই ভাবে সুখটাকে।
ক্ষুধার জ্বালায় জীবন স্বল্প দিনের,
তাই পদে পদে হাতে নিয়ে বেড়াই
রক্তাক্ত হৃদয় টাকে।


হঠাৎ এক বালু ঝড়ে--
চোখের পলকে হারিয়ে গেল
ঔ নগ্ন ,হিংস্র গিরগিটির দল।


বেঁচে আছে আজও নগ্ন মরুভূমির বুকে,
রক্তাক্ত হৃদয় যেন বালু রাজ্যের শতদল।