সিগারেটের ধোঁয়াগুলো-
নীলগিরি পাহাড়ের গা বেয়ে
মেঘের মত উড়ে যায়।
আমাকে পোড়ায়
আর ছাইগুলো পড়ে থাকে চিতাভষ্মের মত
চায়ের কাপে।
জানি না কার পাপে
যত না নিঃশেষ হয় আমার দেহ
তার চেয়ে বেশি নিঃশেষ হয়ে যায়
আমার চেতনা।
হৃদয় বেদনা চাপা পড়ে থাকে
পম্পেই নগরীর ধ্বংস স্তুপের মাঝে।
নিঃসঙ্গ নীলাচলে-
সকাল সন্ধ্যা সাঁঝে প্রহর গুণি
সূর্যোদয়ের। ভোরের শব্দ শুনি
মেঘে ঢাকা পূর্ব দিগন্তে।
পাহাড়ের ঢালু প্রান্তে দাঁড়িয়ে
দেখা হয় না ভোর।
বড়জোর আর ক'টা দিন
তারপর বিদায়ের বীণ
শুনা যাবে।
হয়তো দেখা হবে
হয়তো হবে না দেখা
আজন্ম লালিত স্বপ্নের।