সুনামীর পরে যে চরে তুমি বসত গেঁড়েছ,
আজ অনেকটাই সবুজে ছেঁয়ে গেছে।
খড়কুটো দিয়ে যে কুটির বানালে তুমি,
সে' ঘর তোমার আবারও ভেঙ্গে যাক-
আমি চাই না।
চারপাশে ফুল ফুটে আছে কত!
প্রজাপতি উড়ে অবিরত,
অনেক দূরে সাগরের গর্জন
রোমাঞ্চিত করে নিচ্ছো মন।
তুমি তোমার মতন সাজিয়ে ভুবন বেঁচে আছ,
সেই সুখ হতে বঞ্চিত হও-
আমি চাই না।
কত না কষ্ট করে সব ব্যাথা ভুলে
পলিমাটি তুলে বীজ বুনে সোনালী ফসল
ঘরে তুলেছ, স্বপ্নে বিভোর হয়ে আছো।
তোমার সে' স্বপ্ন ভেঙ্গে যাক-
আমি চাই না।
আমি এখানে দাঁড়িয়ে নিজেকে হারিয়ে
দূর থেকে শুধু ছবি আঁকতে চাই,
বন্ধু তুমি সুখে আছ, প্রত্যাশা এই-
খবর যেন পাই।