যাযাবর হয়ে পথে প্রান্তরে ঘুরতে গিয়ে
খবর পেলাম পূর্বের পাহাড়ে,
যার গা বেয়ে প্রতিদিন সূর্য উঠে,
ঠিক সেই দিকে-
চেতন গুহায় এক মানুষ থাকে।
কদাচিৎ দেখা যায় তাকে।
বহু বছর আগে কোন এক প্রলয়ের রাতে
সব হারিয়ে নির্বাক, নিঃস্ব, দুঃখ, রাগে
আশ্রয় নিয়েছে।
সেই থেকে সেখানেই আছে।
প্রত্যাশার মশাল হাতে গুহার আঁধারে
দৃঢ় পায়ে বহুদূর এগিয়ে গিয়ে
বার বার চিৎকার করে ডাকলাম।
অবশেষে থমকে দাঁড়ালাম।
নিশ্চিত হলাম-
সব আলো দিয়ে সব কিছু খুঁজে পাওয়া যায় না।
সব ডাকে সাড়াও আসে না।
গুহার আঁধারে তার স্বেচ্ছা নির্বাসন,
ব্যর্থ তাই এই আলো, এই অন্বেষণ।