সবাই দুর্লভ বলে মানব জীবন।
অথচ বিস্তৃত আছে কাঁটাবন।
তোর নাকি অনাবিল স্বাধীনতা আছে?
আমার প্রশ্ন ছিল জীবনের কাছে।
দেয়নি উত্তর।
অত পর, সচকিত চোখ মেলে চারপাশে দেখি-
সবই শুণ্যতা আর কিছু মেকি।
জন্মেছি জঠরে, রুদ্ধ কারাগার,
অতৃপ্তির হাহাকার হৃদয়ে সবার,
বুক ভরা শুধু দীর্ঘশ্বাস।
মৃত্যুদূত সাথে নিয়ে করি বসবাস।
এসেছি যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে।
দাসখত দিয়ে কখনোবা সাময়িক মুক্তি মেলে।
অদৃশ্য শেকলে বাঁধা সকলের পা,
হাজারো চেষ্টা করে ছেঁড়া যায় না।
কেউ কি দেখাতে পারো মুক্ত মানুষ?
সকলে ক্ষণিকের রঙীন ফানুস।
পুড়ে পুড়ে মুখ থুবড়ে পড়ে,
মাটির উপরে।
এরচেয়ে ঢের ভালো পরিযায়ী হলে,
সীমানা পেড়িয়ে যেতাম সকলে সদলে।