তুমি কি দেখতে পাওনা-
কিভাবে সময়ের স্রোত নীরব, নিঃশব্দে
হারিয়ে যায় !
তোমার কি একটুও কষ্ট হয় না,
মন খারাপ করে না?
এভাবে প্রতিটি দিন, প্রতিটি মাস,
বছর পেড়িয়ে পাশাপাশি হেঁটে যাই
অথচ কেউ কাউকে ছুঁয়েও দেখি না।
এটাতো নিশ্চিত জানো
হারানো দিন কখনো ফিরে আসে না।
এভাবে চলতে থাকলে একদিন আমাদের সামনে
কোন পথ আর খোলা থাকবে না,
কোন সময় থাকবে না
প্রেম থাকবে না।
আমরা পথহীন, সময় হীন, প্রেম হীন
পৃথিবী থেকে বিদায় নেবো
কেউ কখনো জানতে পারবে না।
এমনতো হতে পারত-
কোন এক পড়ন্ত বিকেলে সূর্যের রক্তিমাভা
আমার মুখে ছড়িয়ে পড়তো
আর তুমি তা ছুঁয়ে দেখতে বিস্ময়ে,
পাশাপাশি হাঁটতে গিয়ে কারণে অকারণে
আমার গায়ে স্পর্শ করে যেতো
তোমার দূরন্ত আঙ্গুল।
চাঁদনী রাতে ছাদে
কাটিয়ে দিতাম নির্ঘুম প্রতিটি প্রহর।
আমাদের সময়গুলো বয়ে যেতো
ঝর্ণার জলের মতো।
জীবনের শুরু কিংবা জীবনের শেষ
জানতে চাইনা আমি।
জীবনের প্রতিটি প্রহর
রঙধনু সাত রঙে ছবি আঁকু্ক,
আমাদের বুকের খাঁচায় সুখপাখিটা
আমরণ বেঁচে থাকুক।