হয়ত এমনভাবে যেতে হবে চলে।
কর্মের ফলে না ফেরার দেশে।
অনেক অপূর্ণতা থেকে যাবে।
অবশ্য, পূর্ণতা কে পেয়েছে কবে?
সবাই আশায় বাঁধে বুক।
আমারও স্বপ্ন ছিলো
বিধি তা নাই দিলো
নাইবা পেলাম সেই সুখ।
সবাই একাই আছে,
সবাই একাই বাঁচে,
আমরাই করে ফেলি ভুল;
আশার সাঁকো গড়ি,
পড়িমরি যেতে চাই,
সুখের সন্ধানে হায়-
সোনালী স্বপ্ন ভরা নদীর সে' কূল।
অথচ পারে না কেউ যেতে সেখানে।
নিশি অবসানে স্বপ্নের শিউলি ঝরে
পথের 'পরে। কিছু তার পুজোয় লাগে,
অবশিষ্ট পিষ্ট হয় পায়ে।
মাঝে মাঝে ভেবে মরি
নিজেকে প্রশ্ন করি-
জীবন কি আছে?
নাকি সব স্বপ্নের ঘোর!
দেখো না সিগ্ধ ভোর হারিয়ে যায়
আলোর ছোঁয়ায়।
মরুর মরীচিকা অনুভবে আসে
চোখের বিভ্রমে, কাছে গেলে শূন্যে মিলায়।
আসলে জীবন নেই-
সবটাই কিছু অনুভূতি।
শূন্য থেকে এসে সে, শূন্যে মিলিয়ে যায়
রেখে যায় কিছু তার স্মৃতি।
সেই স্মৃতি অন্য কেউ নাড়াচাড়া করে
সেও আবার রাখে অন্য অনুভূতি।
এতটুকু জীবন মাঝে
তারপরও যতটুকু ভাল থাকা যায়,
সন্তর্পণে গুটি গুটি পায়
এগিয়ে আসছে 'বিদায়'।