এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ
স্ব-ইচ্ছাতেই নির্বাসন,
যায় না দেখা এমন জীবই
কেড়ে নিলো সিংহাসন।


কলকারখানা থেমেই গেছে
চলে না আর যন্ত্র যান,
শিক্ষা-দীক্ষার নেইকো বালাই,
যুদ্ধ যুগের অবসান।


বেকার পুরুষ বুঝতে পারে
হোম মিনিস্ট্রি কাকে কয়,
স্বাধীনতা হারিয়ে সে তাই
মুখ বুজেই সবি সয়।


আর পারে না হান্ডি ডেকচি,
বাসনকোসন মাজতে,
আলু, পটল, বরবটি আর
ডিম মমলেট ভাজতে।


পারছে না আর কাপড় কাচা,
ঘর করতে পরিস্কার,
চার দেয়ালের জেলের মধ্যে
মৃত্যু করল আবিস্কার।


এমন শিক্ষা পাবার পরও
লেজ যদি না সোজা হয়,
আগামীতে মানব জাতির
ধ্বংস তবে সুনিশ্চয়।