কথা যদি কবিতা হয়ে যায়,
কি করব আমি?
নিঃসঙ্গ নিঝুম চরে
অরণ্য হারিয়ে গেছে বৈশাখী ঝড়ে,
তীব্র দাবদাহ যদি আমাকে পোড়ায়
কি করব আমি?
তুমি আছো অনন্ত আকাশে
তারার মেলায়, আলোর খেলায়,
জ্বলে জ্বলে ছুটে চলছো সুখের আশায়।
আমি পৃথিবী নই,
এক টুকরো শুন্যতা শুধু।
বুক ছিঁড়ে ছুটে যাও বার বার,
ঘুরে ফিরে আস যে আবার,
ধরে রাখার মতো সাধ্যতো নাই।
তোমার ফেলে যাওয়া আলোর কণা
যন্ত্রণা দিলে-
কি করব আমি?
জাগতিক নিয়মে যা হারিয়ে যায়
কিছুই ফিরে না, তুমিও ফিরো না।
নইলে নেমে আসো মাটির মায়ায়।
অথবা ছুটে যাও অন্য কক্ষপথে,
শীতল সুখের রথে,
এ ভাবে অনন্ত কাল জ্বলা তো যায় না।
আমার আকাশটুকু-
যদি কাঁদে নিঃসঙ্গতায়,
কোন অভিযোগ নেই, নেই কোন দায়।
অদেখা বিধি আমায় কষ্ট দিলে
কি করব আমি?