বিধি, তোমার কাছে শেষ প্রার্থনা-
এরপর কখনো কিছু চাইব না, শুধু একবার
মন আমার কৃষ্ণগহ্বর করে দাও।
চারপাশে ছড়িয়ে থাকা সব শোক, সব মন্দ
চুষে নিতে যেন পারে; আর যত ভালো, যত আলো
ছড়িয়ে যাক চারপাশে, প্রতিজনে।
আমায় কঠিন শিলায় পরিণত করে
এমনভাবে তৈরি করে দাও
কখনো ধৈর্যের বাঁধ যেন না ভাঙ্গে।
বিশ্বের যত কালো আমাকে দিয়ে
কৃষ্ণবিবর করো, যত গরল আছে
আমার কণ্ঠে ঢেলে নীলকণ্ঠ করো
একবার, শুধু একবার আমায়।
তারপর সবকিছু যেন আমার শূন্যে মিলায়।
বিধি, তোমার কাছে শেষ প্রার্থনা
পৃথিবীর যত যন্ত্রণা আমায় দাও
যদি কিছু তৃপ্তির থাকে নাও।
যদি পারো-
একবার বামিয়ান মূর্তি করে গড়ো,
তারপর তাদের হাতে রকেট লাঞ্ছার তুলে দাও
আমায় ধ্বংস করো। বিধি শেষবার,
সব হার আমার হোক।