গাড়ি নেই বাড়ি নেই, নেই ব্যবসা,
বয়সের ভারে ন্যুজ, চোখ ঝাপসা।
অঢেল অর্থ নেই বিত্তের পাহাড়,
সকলেই ভালবাসে যৌবন যার।
শুভ্র চুলের মাঝে দেখা যায় টাক,
হাসলেই দু'পাশে বের হয় ফাঁক।
চোখেতে নেই আর চশমা রঙিন,
ফুরিয়েছে বাহারি পোশাকের দিন।
ত্বকও কুঁচকে গিয়ে হয়েছে শিথিল,
জীবনটা নিয়ে গেলো সময়ের চিল।
স্মৃতিরা হারিয়ে গেছে ফিরে না তো আর,
অলকেই ছিঁড়ে গেল জীবনের তার।
সুজন যারা ছিল একে একে সবে,
অতীত হয়ে গেল কি জানি কি কবে।
এখন শুধুই আছে নাই নাই নাই,
ঘুড়ি ছাড়া পড়ে আছে একটি নাটাই।