পথের প্রান্তে এসে পশ্চিম দিগন্ত রেখা ছোঁয়ার সময়
নীলাকাশ হাত বাড়ালো এসে।
ভালবেসে বলে গেল--
আরেকটা দিন থেকে যেতে।
মেঘের আড়ালে ডুবন্ত সূর্য যে আবির রেখে গেছে,
তার থেকে কিছু এনে অধরে দিলো,
কিছু তার অঙ্গে মেখে নিলো।
ভরা জোছনার রূপোলী আলোয়
পিছু ফিরলুম স্বপ্নাদিষ্ট হয়ে।
মোহাবিষ্ট এই আমি ক্ষয়ে যাওয়া সময় ডিঙ্গিয়ে
পূর্বের পাহাড় চূড়ায় আকাশকে হাতে নিয়ে বসে রইলুম
জীবনের সর্বশেষ ভোর দেখব বলে।
এ আমার নতুন জীবন।
এখানে অনুক্ষণ জেগে থাকতে হয়
পৃথিবীর স্পন্দন অনুভবে নিয়ে,
প্রতিটি পলক স্মৃতির পাতাকে রাঙিয়ে। আর কখনো হবে না সূর্যোদয়,
আর কখনো যাবে না সূর্য পাটে।
আর কখনো যাবো না আমি
দিগন্তহীন সবুজ ছড়ানো মাঠে।
সারা দিনমান সূর্য থেকে কুড়িয়ে সুখের কণা
যা আমি আজ নিলাম আঁখিপাতে,
সবটুকুই ফিরিয়ে দিতে চাই
দিনের শেষে নীলাকাশের হাতে।