ঘড়ির কাটা ঘুরিয়ে দিলাম
পাঁচশ' বছর পরে,
দালান কোটায় কেউ থাকে না
থাকছে আকাশ 'পরে।
নিজের মতন একাই থাকে
ছোট্ট মেশিন ঘর,
কোথায় কেমন সভ্যতা তার
খুঁজছে নিরন্তর।
এন্ড্রোমেডার এলিয়েনদের
সাথে করে চ্যাট,
জানতে পারে তারায় ভ্রমণ
তাদের কত রেট।
এই তো সেদিন মঙ্গল, বুধ
পরের দিনই চাঁদে,
এক পলকেই ফিরতে পারে
মনটা যদি কাঁদে।
পিতা-মাতার নেই প্রয়োজন
জীবন কাঁচের নলে,
নাম দিয়ে আর কেউ চেনে না
কোডটা হলেই চলে।
লেখাপড়ার নেই কো বালাই
চিপেই সকল ডাটা,
চাইলে সবই জানতে পারে
ব্রেনের ভেতর আঁটা।
কিছু করার নেই প্রয়োজন
নেই কো কোন জব,
কাজ করে না কোন মানুষ
রোবট করে সব।
স্নান আহারের ঝুটঝামেলা
বহু আগেই শেষ,
হয় না খেতে খাবার কিছুই
শরীর থাকে বেশ।
নেই সীমানা নেই যে শাসক
একটি মাত্র দেশ,
অনাবিল এক স্বাধীনতার
নেই যে অবশেষ।
ইচ্ছে হলেই হাজার বছর
পাড় করিয়ে দাও,
একঘেয়েমী জীবন হলেই
স্বেচ্ছা মরণ নাও।