পাহাড় চূড়ায়-
মাচানের উপর বাঁশের বেড়া
আর টিনের চালা। কিসের ঝামেলা!
আমি নিজেই বানাতে পারি।
চারপাশে ফুল গাছ, বৃক্ষের সারি।
ইচ্ছে যদি করো, তুমিও থাকতে পারো।
গ্রীষ্মে শীতল হাওয়া, পরম পাওয়া।
টিনের চালায়, বর্ষায় নুপুরের ধ্বনি।
শীতে চায়ের আমেজ, বসন্তে ফুলের সৌরভ,
প্রজাপতির রঙিন পাখা, ভ্রমরের গুঞ্জন শুনি।
প্রকৃতি ভরিয়ে দেবে উদাসিন মন।
আমি তো চাই না বন্ধু যান্ত্রিক জীবন।
কি বলো? কি এমন আছে যে আমার?
দুর্বৃত্ত, দুরাচার কেড়ে নিয়ে যাবে।
বলো, কি এমন পাবে?
আর একাকীত্ব? সে তো নয় নিত্য।
আমার তো ছায়া সাথী আছে, একান্ত কাছে।
তুমি বলছো বন্ধু-
কিনে নিতে খুলসির অভিজাত আবাস।
একি আমার প্রতি নয় পরিহাস?
আমি অতি সাধারণ জানো।
যদি তাই মানো, তবে কেন ছুঁড়ে দাও বিষাক্ত তীর।
যা আমাকে করে তুলে অস্থির, অধীর।