শপথ করে বলছি-
আমি কখখনো আর
পিছু নেবো না তোমার।
রাতের আঁধারে
নির্জন নদীর ধারে,
তাকিয়ে থাকব না মহাকাশে
হাজার তারার দিকে,
নষ্ট করবো না একটি পাতাও
হিজিবিজি কথা লিখে।
সত্যি করে বলছি-
যত্ন নেবো নিজের প্রতি
ভুল হবে না একরত্তি।
সুবোধ বালকের মতো
সংসারে মনোযোগী হবো,
যা কিছু এলোমেলো হয়ে গেছে
সব কিছু গুছিয়ে নেবো।
মাথার দিব্যি বলছি-
একা একা একটি কথাও আর বলবো না
এদিক ওদিক তোমাকে কখনো খুঁজবো না।
ভুলে যাবো সঞ্চিত বেদনা যতো
হয়ে যাবো একদম আগের মতো।
শুনছো-
সত্যি বলছি আমি সত্যি।
শুধু একবার বলো-
যেখানেই আছো
ভালো আছো,
খুব ভালো আছো।।