বসন্ত কি বিবর্ণ হয়?
কেন নয়!
যেমন-
এ’ জীবন
রঙধনুর রঙে ছিল আঁকা।
সুর ছিল, সুখের পরশ ছিল,
বেশিদিন যায়নি তো রাখা।
যদি-
কোকিল না ডাকে
সবুজ না আঁকে
আলপনা,
ফুল না ফোটে
মৃদু সমীরণ না বয়
তবে-
বসন্ত নয়,
ফাগুন এলেও নয়।