মায়ের মমতা আর পিতার স্নেহ
চাঁদের আলোয় ভরা স্বপ্নীল গেহ।
পিতামহ-পিতামহী দিয়েছে আদর
অনিন্দ্য সুন্দর ছিল এই চরাচর।
ভাই-বোন চারপাশে বন্ধু স্বজন
ছায়ার মতোই ছিল আরো কত জন।
যৌবনে সাথী এলো সাথে ফুল-ফল
ভেবেছি ধরার বুকে আমিই সফল।
তারপর একে একে চলে গেল সবে
ভাবিনি তো শূন্যতা শুধু পরে রবে।