তুমি যখন হারিয়ে গেলে
আর সকলে যেতেই পারে ছেড়ে।
জীবনটাকে যুদ্ধ বলে-
বেঁচে আমায় থাকতে হলে
পারব না তো যেতে আমি হেরে।
চারিদিকে হোক না ধূ-ধূ
হারিয়ে যাবার আগে শুধু
সমাজটাকে একটু দেব নেড়ে।
সবাই যদি মুখ ফিরিয়ে নেয়
ক্রুদ্ধ হয়ে কাঁটার আঘাত দেয়
এতটুকু ছাড় কখনো নয়,
বদলালো যে আমার পরিচয়।
দেব না তো নিতে কভু
মনের মাঝে সুপ্ত থাকা
ভালোবাসার রঙে আঁকা
দিন বদলের মন্ত্রটাকে কেঁড়ে।।