জীবনের সোনালি সকালে-
হৃদয়টা দিয়েছিলেম যাকে
শতবার বলেছিলাম
সে যেন তা যত্ন করে রাখে।
হটাৎ এলো ডাক
জীবন ঘূর্ণিপাক,
চলে গেল সেই সে অচিনপুর
নিঃসঙ্গ অনেক অনেক দূর।
যাবারকালে ভাবল না তো,
দেখল না তো ফিরে,
হৃদয়টাকে রেখে গেল
নীলনদেরই তীরে।
তাই-
এখন আমার কোন হৃদয় নাই।
খুঁজে আনার নেই প্রয়োজন
ব্যথায় ভরা থাক না এ মন
সকল কিছুই দিয়ে যেতে চাই।।