যখন আমার বয়স হবে শত-
ত্বকগুলো সব কুঁচকে যাবে
দেখা দেবে ক্ষত।
হবে আমায় যষ্টি নিয়ে চলতে
নিষেধ রবে অধিক কথা বলতে,
কাঁপবে আমার দেহ
চারপাশে নেই কেহ
ঘুমের ঘোরে যখন তখন
মাথা অবনত।
চোখের মণি পর্দা দিয়ে ঢাকা,
একটি দাঁতও যাবে না তো রাখা।
প্রিয় খাবার রইবে পড়ে পাতে,
সঙ্গীবিহীন গহীন নিঝুম রাতে।
চিনব না তো কোন প্রিয় মুখ
হারিয়ে যাবে সকল স্মৃতি সুখ,
থাকবো শুধু বিদায় নেওয়ার
প্রহর গুনায় রত।
চার দেয়ালের মধ্যে হব বন্দি,
সবার সাথে করতে হবে সন্ধি।
তার চেয়ে তো অনেক ভালো
থাকতে সুখের রেশ,
কেন বন্ধু চাইবো না বল
এই জীবনের শেষ?