এত যে বড়াই কর-
হাজার বছরের ইতিহাস ঘেঁটে দেখ,
এই তুমি সেদিন তুমি ছিলে না,
নিশ্চিতভাবে বলে দিতে পারি-
হিসেব কষে তোমাকে পাবে না,
অতীত থেকে শিক্ষা নিলে না,
কেন বল- সাদা কালো?
লক্ষ বছর আগের মানুষ
নিশ্চয় ছিল ভালো।
সেই মানুষের অনুভূতি নিয়ে
জ্ঞানের পিদিম জ্বলো।
রক্তের রং কালো তো হয় না,
চোখের পানি নোনা,
ব্যথা তো সবার সমানই লাগে,
হৃদয় প্রেমে বোনা।
মনটাকে কর আকাশের মত
নিজেকেই কর জয়,
যত মন্দ, মনে দ্বন্দ্ব
কলুষতা করো ক্ষয়।
মূল্য কী আছে আমার, তোমার
যদি না মানুষ হই,
সভ্যতারই শ্রেষ্ঠ মানুষ
নিজেরে কীভাবে কই?