আলোকে আড়াল করার প্রয়াস। দুঃখ পাবে বলেই তুমি অপরূপা। অনেক অসঙ্গতি অফিসে। তবু স্বর্গের সিঁড়ির খোঁজে, থাকতে হয় মুখ বুজে। নীরবতার কারণেই বন্ধুত্বে ছিঁড় ধরে না। পরিবার, সমাজ, রাষ্ট্রে শ্বেত ছড়ি হাতে চলছি। সব কিছু জেনেও স্তব্ধ। নিখুঁত অভিনয়। ধর্মে? সকল কর্মে? একই তো। চারিদিকে কত অবক্ষয়। উল্টো প্রশ্ন করি- কোথায়? কারণ, সত্য বলা যে সহজ নয়।