প্রিয় কবি জীবনানন্দ,
ফিরতে চাই না আমি এই পৃথিবীতে।
শ্বাসরুদ্ধ দশমাস জঠর জীবন-
ভাবতেই শিউরে উঠে গা।
অন্যের বোঝা হয়ে,
শত বাধা নিষেধের বেড়াজালে,
প্রতিষ্ঠার প্রত্যয়ে ছুটে চলা,
অতঃপর
অনন্ত অবসর।
আবারও নির্ভরতা-
বার্ধক্যের কীটগুলো রাজত্ব করে,
স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে মন মন্দিরে,
শরীরের অলিতে-গলিতে।
তাই,
ফিরতে চাই না আমি এই পৃথিবীতে ।
প্রিয় কবি,
জীবন, দুঃখের আকরে গড়া।
যতটুকু সুখ আছে মনে করি,
তারচেয়ে শতগুণ
না পাওয়ার বেদনাতে ভরা।
জীবন চলার পথে-
যত্নে কুড়ানো সব সুখের কণা
হাত গলে ঝরে যায় জলের মত।
কিছুই আমার নয়,
আমাকেই পাই না যে খুঁজে,
আমার আপত্তি তাই এমন রীতিতে,
চাই না ফিরতে কবি এই পৃথিবীতে।