আমার চিতার ছাইগুলো সব
উড়িয়ে দিও দক্ষিণ হাওয়ায়।
সবুজ মাঠে,
নদীর ঘাটে,
থাকবো মিশে মা’র মমতায়।
হাজার বছর পেছন ফিরেই
তোমার আমার এই পরিচয়
পাবে নাকো,
কেন রাখো
মনে বিভেদ, জয়-পরাজয়।
যতই আমায় পর করে দাও
তোমার আমার রক্ত ধারা
এই স্বদেশে
আছে মিশে
ইতিহাস তাই দিচ্ছে সারা।
এইটুকু তো ভাবতে পারো,
আর কিছু নয় ‘মানুষ’ আমি
সৃষ্টি সেরা,
কেন বেড়া?
মানবতা ভাই সবচে’ দামী।