কেমন তোমার সেই পৃথিবী,
ধারণা কী পারো দিতে?
দেখবো ভেবে যাবো কি-না
তোমার সাথে বসত নিতে।
ষড়ঋতু, নদ-নদী,
অতল সাগর থাকে যদি-
যেতে পারি।
নীল আকাশ, মেঘের ভেলা,
রঙধনু আর ফুলের মেলা
উদাস মনে দেয় কী নাড়া?
পাহাড় চূড়া, ঝর্ণা ধারা
থাকে যদি-
যেতে পারি।
সবুজ চাদর যায় কী পাওয়া?
জোছনা রাতে শীতল হাওয়া?
তারার আলো আকাশ ভরা
তোমার যদি তেমন ধরা
যেতে পারি।
এই এখানে যে সব আরো-
মিলিয়ে যদি দিতে পারো,
যেতে পারি।
আমার প্রিয় নীল নয়না-
কথা দিলাম
যাবো ছাড়ি।