যে জন্য আমি ঝড়কে করেছি ধারণ
হাজারো বারণ উপেক্ষা করে বুকে,
তুলে এনেছি চোখে সাগরের নোনাজল,
ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশাল ঢেউয়ের সাথে
আমার দু'হাতে পাঞ্জা ধরেছি,
তুচ্ছ করেছি তমশার ভ্রুকুটিকে,
বিদ্যুতের ঝিলিকে ঝলসানো অবয়বে
সাগর পেরুব যেদিন,
সেদিন তোমরা এই আমিকে
আর কখনো চিনতে পারবে না।
নীল আকাশের নীচে-
সাগর সৈকতে, একখণ্ড মেঘের ছায়ায়,
রাশি রাশি বালির মায়ায় গা এলিয়ে,  
গাঙ্গচিলের গান শুনতে শুনতে,
নীল জলে পা দুলিয়ে শান্ত পৃথিবীতে
পাখির পালকে লিখে যাবো-
জীবন যুদ্ধের কথা।
অযথা ছুড়ে দেয়া বাণে
ছটফট করতে থাকা ক্ষতবিক্ষত,
আহত কোন এক পাখির কথা।