চলতে চলতে পথে হয়ে গেল দেখা,
মন ক্ষতবিক্ষত, বেদনার রেখা।
নিজেকে হারিয়ে তুমি চাও ফিরে পেতে,
কুড়াও সুখের কণা নিয়ন রথে।
সারকে অসার ভাবো অসারকে সার,
একাই নিচ্ছো টেনে জীবনের ভার।
ক্ষণিক সুখের লাগি দ্বারে দ্বারে ফেরা,
বসবাস দুর্লঙ্ঘ্য প্রাচীরের ঘেরা।
এই যদি হয়ে থাকে জীবনের মানে,
কিভাবে আটকে রাখি অদৃশ্য টানে?
তোমার জীবন বন্ধু ছুঁয়ে গেছে মন,
চেয়েছি চলতে পথে হয়ে স্বজন।
শূণ্যতার কক্ষপথে আমার আবাস,  
তোমার বাঁচার মত নেই তো বাতাস।
বলেছি আকাশ হতে শুনলে না কথা,
উত্তাপ নিতে বন্ধু সূর্য আছে যথা।
মানব জন্মের মানে, কিসে সার্থকতা?
বুঝাতে ব্যর্থ আমি জীবনের কথা।
তাই তো দিলাম ছেড়ে সব অধিকার,
যা কিছু ব্যর্থতা সকলই আমার।
মুক্তির আনন্দে তুমি হাঁপ ছেড়ে বাঁচো,
স্বপ্নীল সুখ ছায়ায় নিমগ্ন আছো!
আমার ঠিকানা বন্ধু দূরে বহু দূরে,
আদিগন্তহীন এক অচিনপুরে।
তোমাকে থামতে হবে মনে রেখ শুধু,
নইলে হারিয়ে দেবে মরুর ধু ধু।
যা তুমি শাশ্বত ভাবো সবই অলিক,
নিতে হবে খুঁজে পথ কোনটা সঠিক?
যেখানেই থাক তুমি মনে রেখ আছি,
আলোর মশাল নিয়ে খুব কাছাকাছি।
জীবন সায়াহ্নে যদি স্মৃতি মনে পড়ে,
কথাটা রেখ বন্ধু, ফিরে যেও ঘরে।