কর্ণফুলি,
আমি বার বার ফিরে আসি।
ভালবাসি বন্ধু আমি তোমায় ভালবাসি।
নিয়ত নিচ্ছো বয়ে কত আবর্জনা;
আমার দুঃখ-যাতনা, যত অপমান
তাই আমি তোমাকে দিলাম।
তুমি বন্ধু সাগরকে দিও।
আমার কষ্টগুলো বুঝিয়ে বলিও।
সেও তো আমার মতন।
আছে ক্রন্দন, আছে ব্যথা, আছে তার বিশাল হৃদয়।
আর কিছু নয়, কিছুটা স্বস্তি বন্ধু সেই দিতে পারে।
জীবন চলার পথে,
প্রতি বাঁকে যা পেয়েছি আমি,
মনের থাকে থাকে জমিয়ে রেখেছি।
কখনও তা খুলেই দেখিনি।
আজ এই পড়ন্ত বিকেলে
মনের দেরাজ খুলে দেখি, একি!
সোনালী স্বপ্নগুলো এসেছি যে ফেলে,
মনের ভুলে।
যা এনেছি সাথে সবটা জমাট বাঁধা ব্যথার বরফ।
এখন বন্ধু আর নেই অবসর
ফিরে যাব সেই সে সকালে।
চেয়ে দেখ সূর্যও যায় অস্তাচলে।
আমার বিদায় বেলা তাই-
যা কিছু আমার আছে
সব কিছু তোমাকে দিয়ে
ভারমুক্ত হতে আমি চাই।
তুমি বন্ধু সাগরকে দিও।