ভাগ্য বিপর্যয়ে অনুর্বর ভূমির বুকে
তোমরা যেভাবে পদাঘাত করে
অট্টহাসি হাসলে,
সেই ভূমি যদি কোনদিন
উর্বর হয়ে উঠে,
আমি নিশ্চিত বলে দিতে পারি-
সবুজই পাবে।
গ্রীষ্মের খরতাপে চৌচির হয়ে যাওয়া মাঠে
যদি অকস্মাৎ বৃষ্টি নামে,
আমি নিশ্চিত বলে দিতে পারি-
সোনালী ফসলই ফলাবে।
যে বিরানভূমি দেখে-
চরম অবজ্ঞায় মুখ ফেরালে,
উপহাস করলে,
একদিন এখানেই-
পুষ্প পল্লবে ভরে যেতে পারে।
ফুলের সৌরভে,
বর্ণিল পাখা মেলে প্রজাপতি উড়ে
তোমাদের স্বাগত জানাবে।
আজ যেখানে দেখছো
ধূ-ধূ মরুভূমি,
মরীচিকা খেলা করে,
সেখানেও তো-
মরুদ্যান সৃষ্টি হতে পারে!
আর যদি কিছুই না হয়,
ভাগ্যের নির্মম পরিহাস
লেখা থাকে শুধু পরাজয়,
জেনে রেখো-
এ' ভূমির সে' ক্ষমতা আছে,
অনন্তকাল
থেকে যাবে সে অক্ষয়।