এ কেমন ভাবনা তোমার বোবা হয়েই থাকে
কমলা ঠোঁটের মধু পিয়েই সারা জীবন বাঁচে
বলোনা সত্যি করে কোন যাদুতে মজিয়ে তারে  
সব ঋতুতেই মাতিয়ে রাখ মহুয়া রসে ভরে।


এ কেমন ভাবনা তোমার মেঘের সাথেই ভাসে
আকাশ জোড়া চাঁদনি ঢেকে আঁধার রাখে বশে
কেমন করে এমন পারে ভাঙিয়ে  মনের ভুল
সরিয়ে শিশির বর্ষা নামায় ফোটায় প্রেমের ফুল।


এ কেমন ভাবনা তোমার স্বপ্ন  দ্যাখে মেঘের পাতায়  
বৃষ্টি ভেজা নীরব রাতে কাব্য লেখে মনের খাতায়  
কেমন করে নাও ভাসিয়ে বেয়ে চলে উজান টানে  
সত্যি কোনটা নেব, বোলবে কি তার সহজ মানে।


এ কেমন ভাবনা তোমার তুফান তোলে শান্ত চোখে
মরীচিকায় তৃষ্ণা মেটায় বিলিয়ে হাসি মনের সুখে
কেমন করে মাথা তোলে দুটি পাতায় একটি কুঁড়ি
কাব্যিক নবীন শাখায় ইচ্ছে মত নামিয়ে  ঝুরি ।  


সোনারপুর
১৫.১২.২০১৭