এ ভব সংসারে, পাড়ার ফচকে দাদা থেকে নেতা, ধম্মের ত্রাতা  
সকলের এককথা, আমিই সব, অধীশ্বর, দন্ড মুন্ডের পিতা  
অনটনে হতাশা, মানব জন্ম বৃথা, না থাকলেও যোগ্যতা
মুখে হাসি মনে শত শয়তানি, সেবার ছলে মন ভেজানো কথা      
ছুঁচোর স্বপ্ন সাকার হয়, গণতন্ত্রের কলে ঝরে রস, পায় ক্ষমতা
জনগণ চিরকাল বোকা, আশার বাঁকা হাসি, চেয়ে যাও সমতা।


সোনারপুর
২২/০৬/২০১৮