দাদন মেলে ইঁট ছোড়াতে; মাঠ ভরাতে,  আনুগত্যের যোগাড়
দাদন মেলে রাস্তায় নামার, হুমকির কলে ভরাতে ভাগাড়  
নানা ভাবনার হাজার নামে, নিত্য চলে বেনিয়মের কারবার
উন্নতির ভাবনায় সবাই মশগুল তবুও দেশে বাড়ছে বেকার।  


রুখে দিতে প্রতিবাদ যাত্রা, দাদন মেলে শৃঙ্খলা রক্ষার নামে
দাদন মেলে করলে প্রচার লোক ঠকানোর পালা, শান্তির ধামে  
ভোটের আঁচে ফুলছে রুটি, হাতে গরম পঞ্চ ব্যাঞ্জনের লিস্টি
দাদন মেলে দখলদারির নিশ্চিত জয়ে, আনন্দ ভোজের ফিস্টি।


দাদন মেলে ভোট কাটতে; ভোট আনতে,  গনতন্ত্রের উৎসবে
চওড়া হাসির ফল্গু ধারায় লাভের অঙ্ক, ঘটে চলেছে বাস্তবে
দাদন মেলে লাশ ফেলতে, বাছাই করতে বিপক্ষে কারা  
চোরা চালান; গাঁজার কেস, সব মিলিয়ে হিসেব বাঁধন হারা।


দাদন লাগে ফাইল সরাতে, বিনা দাদনে নেই সমাধান
বিশ শতাংশের কমে হবে না, যদি হয় প্রকল্পের অনুদান
স্থায়ী বাসিন্দার শংসা পত্র ! তাও মেলে, দাদন একটু চড়া
প্রবাদপ্রতিম প্রথায় বিপন্ন মানুষ, মনে গনতন্ত্রের বেড়া।      
  
সোনারপুর
১৪/১২/২০২০